ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় হোস্টেল উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। জঙ্গলমহল থেকে কেন্দ্র বাহিনী তুলে নেওয়া থেকে শুরু করে পার্শ্বশিক্ষকদের নিয়ে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। এই হোস্টেল তৈরি করতে খরচ হয়েছে ৫ কোটি টাকা।
রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ছাত্রীরা এসে পড়াশোনার সঙ্গে থাকারও সমস্যা হতো। ডায়মন্ড হারবার শহরের বিভিন্ন মেস বাড়িতে থাকতো পড়ুয়ারা। ফলে ছাত্রীদের কলেজ করতে সমস্যা হতো। শিক্ষামন্ত্রীর মতে, কলেজ ক্যাম্পাসের মধ্যে এই হোস্টেল হওয়াতে ছাত্রীরা অনেকটাই উপকৃত হবে। হোস্টেল খরচ একটু বেশি থাকায় বিবেচনা করার কথা প্রিন্সিপাল ম্যাডামকে জানায় ছাত্রীরা। এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন ছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে অসুবিধা না হয় তার জন্য এই হোস্টেল। সেখানে ১০০ জন থাকতে পারবে। তিনি বলেন, আসন্ন উপনির্বাচনের জন্য কেন্দ্র-বাহিনী জঙ্গলমহল সরিয়ে নিয়ে ঠিক করেনি। তিনি আরও বলেন, পার্শ্বশিক্ষকদের নিয়ে রাজ্যের টাকা নেই। টাকা এনে দিলেই বিবেচনা করা হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন