ত্রিপুরায় এনআরসি চালু হলে সবচেয়ে বড় ক্ষতি হবে আমার। মুখ্যমন্ত্রী পদ আর থাকবে না। এমন বিতর্কিত মন্তব্য করে গেরুয়া শিবিরকে চাপে ফেললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর এই তথ্য সামনে এনেছেন তিনি।
মুখ্যমন্ত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসার পর কেউ কেউ তাঁকে নাগরিকত্ব বিলের কথা মনে করিয়ে দিচ্ছেন।
যেখানে হিন্দু শরণার্থীরা দেশে নাগরিকত্ব পাবেন। আবার কেউ কেউ এই মন্তব্যের পর বিজেপির কালো অধ্যায়ের প্রসঙ্গ টেনে এনেছেন। পশ্চিমবঙ্গের কালিয়াগঞ্জে উপনির্বাচনের প্রচারে এসে বিপ্লব দেব এই মন্তব্য করেন। তিনি সেখানে বলেন, 'আমার বাবা, আত্মীয়রা সকলে বাংলাদেশ থেকে এখানে এসেছেন। যদিও আমি ত্রিপুরায় জন্মগ্রহণ করি। তাই এনআরসি হলে কেউ যদি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়, তবে তা আমি হব। কারণ আমার মুখ্যমন্ত্রী পদ চলে যাবে। আমি কি বোকা যে নিজের মুখ্যমন্ত্রী পদ হারিয়ে রাজ্যে এনআরসি চালু করব?'
মুখ্যমন্ত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসার পর কেউ কেউ তাঁকে নাগরিকত্ব বিলের কথা মনে করিয়ে দিচ্ছেন।


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন