অবশেষে গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ভোটের দিন চূড়ান্ত হল। ১৯ ফেব্রুয়ারি হতে পারে ছাত্র-ভোট। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকশন অ্যাডভাইজরি কমিটির বৈঠকে ছাত্র-ভোটের দিন চূড়ান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে নির্বাচনের দিনটি উপাচার্যের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত হবে বলে জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস রজত রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইলেকশন অ্যাডভাইজরি কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক হয় গতকাল। কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস রজত রায়। তিনি জানান, "অ্যাডভাইজরি কমিটির বৈঠক ছিল। ছাত্র-ভোটের দিন নিয়ে আলোচনা করেছি। ১৯ ফেব্রুয়ারি ইলেকশন ও ২০ ফেব্রুয়ারি গণনা ও ফলাফল ঘোষণা। সকলে মিলে একমত হয়ে এই প্রস্তাব দিয়েছেন। এবার প্রস্তাবটি উপাচার্য সুরঞ্জন দাসের কাছে কাছে পাঠানো হবে চূড়ান্ত অনুমোদনের জন্য।"


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন