রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে সরকারের বিরুদ্ধে বহু অভিযোগ। আর আজ মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে ফের আইনি লড়াই শুরু হতে চলেছে। ইতিমধ্যে ডিএ নিয়ে দুটি আবেদন জমা পড়েছে স্যাটে।
দুটি আবেদনের শুনানির দিন ধার্য হয়েছে আজ। স্যাটে বিচারপতি রঞ্জিতকুমার বাগ ও সুবেশ দাসের বেঞ্চে বেলা আড়াইটের পর দুটি আবেদনের শুনানি শুরু হবার কথা। স্যাটের রায় কার্যকর না করার জন্য কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা অভিযোগ দায়ের করা হয়েছে। এমনকি সেটা তালিকা ভুক্ত হয়েছে। অপরদিকে রাজ্য সরকারের তরফে স্যাটের আগের রায় পুনর্বিবেচনা করার জন্য আবেদন করা হয়ে ছিল। সেটিও এদিন শুনানির জন্য নথিভুক্ত হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন