এদিন বিধানসভার লবিতে দেখা গেল রায়দিঘির তৃণমূল কংগ্রেস বিধায়ক দেবশ্রী রায়কে। তথ্য সংস্কৃতি দফতরের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে এদিন বিধানসভাতে আসেন তিনি। দেবশ্রী জানান, তিনি নিজের এনজিও-র জন্য আর্থিক অনুদান পেতেই দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়েছিলেন।
১৪ অগাস্ট শোভন চট্টোপাধ্যায় ও বান্ধবী বৈশাখি বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছিলেন গেরুয়া শিবিরে নাম লেখাতে।
ওই দিন বিজেপির দফতরে দেবশ্রীকেও দেখা যায়। তারপর থেকেই দেবশ্রীর বিজেপিতে যোগ দেবার খবর ছড়াতে থাকে। এ প্রসঙ্গে দেবশ্রী জানান, তাঁর নিজস্ব একটি এনজিও রয়েছে। বিজেপির তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল তাঁকে আর্থিক অনুদান দেবার ব্যবস্থা করা হবে। আর্থিক অনুদানের জন্যই নাকি সেদিন তিনি দিল্লিতে বিজেপির সদর দফতরে হাজির হয়েছিলেন। এর পরে দেবশ্রীর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত-ভাবে তাঁর বিরুদ্ধে গুজব ছড়ানোর চেষ্টা চলছে। দেবশ্রী জানান, তিনি যেমন তৃণমূলে ছিলেন, তেমন আছেন এবং ভবিষ্যতেও তৃণমূলে থাকবেন।
১৪ অগাস্ট শোভন চট্টোপাধ্যায় ও বান্ধবী বৈশাখি বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছিলেন গেরুয়া শিবিরে নাম লেখাতে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন