ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দেশী গরুর দুধে সোনা থাকে, তাই তার দুধ হলুদ রঙের হয়। এবার এমন দাবি করলেন তিনি। বর্ধমানে গাভী কল্যাণ সমিতির অনুষ্ঠানে এসে দিলীপ ঘোষ বলেন, 'দেশী গাভীর পিঠের কুঁজে স্বর্ণনালী থাকে।
সূর্যের আলো তার উপর পড়লে সেখান থেকে সোনা তৈরি হয়।'
এর পরে তিনি আরও বলেন, 'বিদেশি গরুর মতো অনেকে আবার বিদেশি বউও পছন্দ করেন। অনেক নেতা ফর্সা ফর্সা বিদেশি বউও নিয়ে এসেছে। তার পর থেকে গণ্ডগোল শুরু হয়েছে। গরুর সঙ্গে মহিলাদের তুলনা টেনে ফের বিতর্ক তৈরি করলেন এই বিজেপি নেতা।
এর পরে তিনি আরও বলেন, 'বিদেশি গরুর মতো অনেকে আবার বিদেশি বউও পছন্দ করেন। অনেক নেতা ফর্সা ফর্সা বিদেশি বউও নিয়ে এসেছে। তার পর থেকে গণ্ডগোল শুরু হয়েছে। গরুর সঙ্গে মহিলাদের তুলনা টেনে ফের বিতর্ক তৈরি করলেন এই বিজেপি নেতা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন