আপার প্রাইমারির নিয়োগ নিয়ে ফের জটিলতা। এই বিতর্ক কবে থামবে তা এখুনি বলা বেশ মুশকিল। সম্প্রতি কমিশন সূত্রে যা খবর পাওয়া গিয়েছে, তাতে সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে আপারের নিয়োগ শেষ করতে সব রকমের ব্যবস্থা করবে কমিশন বা রাজ্য সরকার।
জানা গিয়েছে, ৬০০-র বেশি প্রার্থীর অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে।
তার প্রভাব মেধাতালিকাতে পড়বে বলে আধিকারিকদের অনুমান। এর পাশাপাশি জানা গিয়েছে, যাদের নাম মেধাতালিকাতে ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, তাদের নাম আর বাদ পড়ার সম্ভাবনা নেই। আর তাই তাদের এই নিয়ে আতঙ্কিত হবারও কিছু নেই। কমিশন সূত্রে খবর,হাতে গোনা কয়েকজন প্রার্থীর নামই নতুন করে মেধাতালিকায় আসবে।
কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, যাদের নাম নতুন করে মেধাতালিকাতে আসবে সেটাও কি স্বচ্ছ ভাবে ভাবে? যে সব নাম মেধা তালিকাতে আসবে সেখানেও অনিয়ম হবার সম্ভাবনা থাকছে। এমনটাই মনে করছে পরীক্ষার্থীদের একটা বড় অংশ। তাই এই বিষয়ে আদলতকে আরও বেশি সজাগ থাকতে হবে। আর তা নাহলে মেধাতালিকাতে ফের অনিয়ম করবে কমিশন। যোগ্য প্রার্থীরা আবার বঞ্চিত হবেন।
যদিও কমিশনের চেয়ারম্যানের আশ্বাস, ভুল ধরা পড়লে অবশ্যই তো সংশোধন করা হবে। যোগ্য প্রার্থী মেধাতালিকাতেও অন্তর্ভুক্ত হবেন। কিন্তু পরীক্ষার্থীদের প্রশ্ন, প্রতিশ্রুতি রাখতে পারবেন তো চেয়ারম্যান? কারণ এর আগে বহু বার কথা রাখেন নি কমিশনের চেয়ারম্যান।
জানা গিয়েছে, ৬০০-র বেশি প্রার্থীর অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে।
কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, যাদের নাম নতুন করে মেধাতালিকাতে আসবে সেটাও কি স্বচ্ছ ভাবে ভাবে? যে সব নাম মেধা তালিকাতে আসবে সেখানেও অনিয়ম হবার সম্ভাবনা থাকছে। এমনটাই মনে করছে পরীক্ষার্থীদের একটা বড় অংশ। তাই এই বিষয়ে আদলতকে আরও বেশি সজাগ থাকতে হবে। আর তা নাহলে মেধাতালিকাতে ফের অনিয়ম করবে কমিশন। যোগ্য প্রার্থীরা আবার বঞ্চিত হবেন।
যদিও কমিশনের চেয়ারম্যানের আশ্বাস, ভুল ধরা পড়লে অবশ্যই তো সংশোধন করা হবে। যোগ্য প্রার্থী মেধাতালিকাতেও অন্তর্ভুক্ত হবেন। কিন্তু পরীক্ষার্থীদের প্রশ্ন, প্রতিশ্রুতি রাখতে পারবেন তো চেয়ারম্যান? কারণ এর আগে বহু বার কথা রাখেন নি কমিশনের চেয়ারম্যান।
এবার কিছু একটা তো হোক! আর কতবছর পর প্রতীক্ষার অবসান হবে - বলতে পারেন??
উত্তরমুছুন৫টা বছর দেখতে দেখতে নষ্ট হল সবার!!😣