ন্যায্য বেতন এবং নির্দিষ্ট বেতন কাঠামোর দাবিতে পার্শ্ব শিক্ষকদের অনশন আজ নিয়ে ১১ দিনে পড়ল। বিধাননগরে পার্শ্বশিক্ষকদের অনশন অবস্থানে এখনও পর্যন্ত ৬ জন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে একজন বাদে বাকি পাঁচজনই অনশন মঞ্চে ফিরে আসেন। গতকাল মহম্মদ সেলিম, মুকুল রায় এবং সোমেন মিত্রর মতো বিরোধী দলগুলির প্রথম সারির নেতারা আন্দোলনকে সমর্থন জানাতে মঞ্চে উপস্থিত ছিলেন। আন্দোলনকারীদের তরফে ভগীরথ ঘোষ বলেন, রবিবার রাতের দিকে জনা কুড়ি বাইরের লোক অনশন মঞ্চে এসে হুজ্জতি পাকায়। তারা আমাদের চেয়ারও তুলে নিয়ে যাবার চেষ্টা করে। সবাই মিলে তাড়া করায় তারা পালিয়ে যায়। বিধাননগর পুলিশ কমিশনারেট থেকে আমাদের কোনও নিরাপত্তা দেওয়া হচ্ছে না। সরকারও নোটিশ পাঠিয়ে খোঁজখবর নিচ্ছে, কোন কোন শিক্ষক স্কুল কামাই করে আন্দোলন করছে। এটা আমরা আদালতে জানিয়েছি। আশা করছি, তাড়াতাড়ি ব্যাপারটা শুনানির জন্য উঠবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন