আজ(বুধবার)বিকেল পাঁচটার মধ্যে আস্থা ভোট করাতে হবে। এমন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আদালতের এই রায়ে বড় ধাক্কা বিজেপির। উল্টোদিকে খুশির হাওয়া বিরোধী শিবিরে। সুপ্রিম কোর্টের রায়ের পরই এনিয়ে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দেন এনসিপি নেতা নবাব মালিক।
সংবাদসংস্থাকে তিনি বলেন, দেশের গণতন্ত্রে এটি একটি মাইলস্টোন রায়। এখানে বিজেপি এবার শেষ। বিকেল পাঁচটার মধ্যে ছবিটা স্পষ্ট হয়ে যাবে। দ্রুত রাজ্যে শপথ নেবে শিবসেনা-এনসিপি-কংগ্রেসের জোট সরকার।
উল্লেখ্য, বুধবার মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোট করতে হবে। এমন নির্দেশ দিল সুপ্রিম কোর্টের ৩ সদস্যের বেঞ্চ। আদালত তার রায়ে জানিয়েছে, আস্থা ভোটে যাতে কোনও গোপনীয়তা না থাকে তার জন্য গোপন ব্যালটে ভোট নেওয়া যাবে না। ভোটাভুটি সরাসরি সম্প্রচার করতে হবে।
উল্লেখ্য, বুধবার মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোট করতে হবে। এমন নির্দেশ দিল সুপ্রিম কোর্টের ৩ সদস্যের বেঞ্চ। আদালত তার রায়ে জানিয়েছে, আস্থা ভোটে যাতে কোনও গোপনীয়তা না থাকে তার জন্য গোপন ব্যালটে ভোট নেওয়া যাবে না। ভোটাভুটি সরাসরি সম্প্রচার করতে হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন