আগেই রাফাল মামলায় কেন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই রায়ের পুনর্বিবেচনার আবেদন করা হয় আদালতে। আজ, বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত।
প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চের সিদ্ধান্ত, প্রশান্ত ভূষণদের আবেদনের কোনও সারবত্তা নেই।
যদিও তিন বিচারপতির বেঞ্চে দু-রকম রায় লেখা হয়। বিচারপতি কাউল যে রায় পড়ে শোনান, তাতে সহমত পোষণ করেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। সেই রায়ে ললিতাকুমারি মামলার প্রসঙ্গে তুলে বলা হয়েছে, এফআইআর-এর দরকার নেই। অপরদিকে অন্য একটি রায়ে এই মামলার পুনর্বিবেচনার আইনি ক্ষেত্র স্বল্প বলে ব্যাখ্যা করেন বিচারপতি কেএম জোসেফ। কিন্তু সব শেষে সর্বসম্মতিতে রাফাল দুর্নীতি মামলার সুপ্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনার আবেদন খারিজ করা হয়েছে।
যদিও তিন বিচারপতির বেঞ্চে দু-রকম রায় লেখা হয়। বিচারপতি কাউল যে রায় পড়ে শোনান, তাতে সহমত পোষণ করেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। সেই রায়ে ললিতাকুমারি মামলার প্রসঙ্গে তুলে বলা হয়েছে, এফআইআর-এর দরকার নেই। অপরদিকে অন্য একটি রায়ে এই মামলার পুনর্বিবেচনার আইনি ক্ষেত্র স্বল্প বলে ব্যাখ্যা করেন বিচারপতি কেএম জোসেফ। কিন্তু সব শেষে সর্বসম্মতিতে রাফাল দুর্নীতি মামলার সুপ্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনার আবেদন খারিজ করা হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন