প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির কাছে আজ দিনটা খুবি গুরুত্বপূর্ণ। আজ সৌরভ গাঙ্গুলির মেয়ে সানা ১৮-য় পা রাখলেন। সানা মায়ের মতন নৃত্যে বেশ পারদর্শী। আইসিএসইতেও ভাল ফল করেছেন সানা।
সব দিক দিয়ে গুণী মেয়ে সানা। মেয়ের আঠারো বছর। সৌরভ গাঙ্গুলি আজ তাই বেশ আবেগপ্রবণ। সানা যেদিন জন্মেছিলেন সৌরভ ছিলেন বিদেশে। আজ সেই মেয়ে ১৮-য় পা রাখলেন। জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভাসছেন সানা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন