রাজ্যে শিক্ষক নিয়োগ থেকে কর্মরত শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বিতর্ক নতুন কিছু ঘটনা নয়। উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে এখন সংশয় থেকে গিয়েছে। এর সঙ্গে যুক্ত হল শিক্ষক আন্দোলন।
এবার গ্রাজুয়েট শিক্ষকদের টিজিটি স্কেল প্রদান সহ বেশকিছু দাবি সামনে রেখে আন্দোলনে নামলেন বিজিটিএ(বৃহত্তর গ্রাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন)। কলকাতার শহীদ মিনারের পাদদেশে বিশাল জমায়েত করল ওই সংগঠনের শিক্ষকরা।
নভেম্বর মাসের ৫ তারিখ পর্যন্ত চলবে এই সমাবেশ। এই আন্দোলনের আয়োজকরা সমস্ত গ্রাজুয়েট শিক্ষকদের রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে এই বিরাট জমায়েতে যোগ দেবার ডাক দিয়েছেন।
বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে গ্রাজুয়েট শিক্ষকদের ক্ষোভ অনেক দিনের। এর আগেও তারা প্রতিবাদ জানিয়েছেন। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে টিজিটি স্কেল সহ একাধিক দাবির কথা জানিয়েছিলেন। শিক্ষামন্ত্রী আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই করেন নি বলে অভিযোগ।
আন্দোলনকারী শিক্ষকদের আরও অভিযোগ, এই বঞ্চনার বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হয়েছিলেন তারা। আদালত তাদের পক্ষে রায় দেয়। আদালতের সেই নির্দেশ মানেনি রাজ্য সরকার। আর তাই বাধ্য হয়ে এই বিক্ষোভের পথে পা বাড়িয়েছেন রাজ্যের শিক্ষকরা।
এবার গ্রাজুয়েট শিক্ষকদের টিজিটি স্কেল প্রদান সহ বেশকিছু দাবি সামনে রেখে আন্দোলনে নামলেন বিজিটিএ(বৃহত্তর গ্রাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন)। কলকাতার শহীদ মিনারের পাদদেশে বিশাল জমায়েত করল ওই সংগঠনের শিক্ষকরা।
বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে গ্রাজুয়েট শিক্ষকদের ক্ষোভ অনেক দিনের। এর আগেও তারা প্রতিবাদ জানিয়েছেন। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে টিজিটি স্কেল সহ একাধিক দাবির কথা জানিয়েছিলেন। শিক্ষামন্ত্রী আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই করেন নি বলে অভিযোগ।
আন্দোলনকারী শিক্ষকদের আরও অভিযোগ, এই বঞ্চনার বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হয়েছিলেন তারা। আদালত তাদের পক্ষে রায় দেয়। আদালতের সেই নির্দেশ মানেনি রাজ্য সরকার। আর তাই বাধ্য হয়ে এই বিক্ষোভের পথে পা বাড়িয়েছেন রাজ্যের শিক্ষকরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন