আপারের নিয়োগ ফের প্রশ্নের মুখে! এই নিয়োগের কাজ কবে শেষ হবে, এটাই এখন বড় প্রশ্ন। অনেক বিতর্কের পরে আদালতের নির্দেশে পুজোর ছুটির মধ্যে আপার প্রাইমারির মেধা তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সেই মেধাতালিকা নিয়ে একাধিক অভিযোগ করেন পরীক্ষার্থীদের অনেকেই।
আদালতের নির্দেশ মতন ১০ হাজারেও বেশি অভিযোগ জমা পড়েছে। প্রথমে কমিশন এই সমস্ত অভিযোগকে সেইভাবে গুরুত্ব না দিলেও পরে ৬০০ অভিযোগের সত্যতা আছে বলে মেনে নেয় কমিশন। যদিও গতকাল আদালতে ২৩ জন প্রার্থীর অভিযোগের সত্যতা আছে বলে দাবি করে কমিশন। আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল গতকাল। কমিশন আদালতের অনুমতি না নিয়ে সংশোধিত মেধা তালিকা প্রকাশ করতে পারবে না। তা ফের মনে করিয়ে দেয় আদালত। এই গুরুত্বপূর্ণ মামলার পরবর্তী শুনানি হবে ৬ই ডিসেম্বর। এর ফলে আপারের নিয়োগ নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হল।
যখন আপারের নিয়োগের কাজ শেষ করতে হিমশিম খাচ্ছে কমিশন, কয়েক হাজার পরীক্ষার্থীর ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে, সেই দিকে কমিশন গুরুত্ব না দিয়ে একাদশ-দ্বাদশ ও নবম-দশমের ৬ ফেজের কাউন্সেলিংয়ের নোটিশ জারি করল কমিশন। এই নোটিশ জারির ফলে নতুন পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্ন, তাহলে কি আর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে না কমিশন? বিতর্ক যাই থাক, এই নোটিশ জারির ফলে আরও কিছু হবু শিক্ষকের ভাগ্য খুলতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
যখন আপারের নিয়োগের কাজ শেষ করতে হিমশিম খাচ্ছে কমিশন, কয়েক হাজার পরীক্ষার্থীর ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে, সেই দিকে কমিশন গুরুত্ব না দিয়ে একাদশ-দ্বাদশ ও নবম-দশমের ৬ ফেজের কাউন্সেলিংয়ের নোটিশ জারি করল কমিশন। এই নোটিশ জারির ফলে নতুন পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্ন, তাহলে কি আর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে না কমিশন? বিতর্ক যাই থাক, এই নোটিশ জারির ফলে আরও কিছু হবু শিক্ষকের ভাগ্য খুলতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন