আপারের নিয়োগ ঘিরে জটিলতা চলছে। এই নিয়োগ প্রক্রিয়া কবে শেষ হবে? কবে নিয়োগপত্র হাতে পাবে পরীক্ষার্থীরা? এই সব প্রশ্ন নিয়ে বেশ আলোচনা চলছে। বহু বিতর্কের পরে আদালতের নির্দেশে পুজোর ছুটির মধ্যে আপার প্রাইমারির মেধা তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন।
সেই মেধাতালিকা নিয়ে একাধিক অভিযোগ ওঠে। আদালতের নির্দেশ মতন ১০ হাজারেও বেশি অভিযোগ জমা পড়ে। ৬০০ অভিযোগের সত্যতা আছে বলে মেনে নেয় কমিশন। যদিও আদালতে ২৩ জন প্রার্থীর অভিযোগের সত্যতা আছে বলে দাবি করে কমিশন।
এই গুরুত্বপূর্ণ মামলার পরবর্তী শুনানি হবে ৬ ডিসেম্বর। আপারে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এখনও ১২ টির বেশি প্রধান মামলা আছে। সম্প্রতি প্যানেল এর উপর শুনানি হয়। সেখানে বিচারপতি স্পষ্ট বলে দিয়েছেন আদালতের নির্দেশ ছাড়া কমিশন সংশোধিত মেধা তালিকা প্রকাশ করতে পারবে না। কিন্তু প্রশ্ন উঠছে আপারের নিয়োগ সংক্রান্ত সব মামলা কি দ্রুত শেষ করা সম্ভব? যেহেতু এখনও আপারের নিয়োগ নিয়ে ১২ টির বেশি প্রধান মামলা ঝুলছে আদালতে। তাই কমিশন চাইলেও আপার সমস্যার সমাধান দ্রুত সম্ভব নয়। এমনটাই মনে করছে পরীক্ষার্থীদের অনেকেই।
এই গুরুত্বপূর্ণ মামলার পরবর্তী শুনানি হবে ৬ ডিসেম্বর। আপারে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এখনও ১২ টির বেশি প্রধান মামলা আছে। সম্প্রতি প্যানেল এর উপর শুনানি হয়। সেখানে বিচারপতি স্পষ্ট বলে দিয়েছেন আদালতের নির্দেশ ছাড়া কমিশন সংশোধিত মেধা তালিকা প্রকাশ করতে পারবে না। কিন্তু প্রশ্ন উঠছে আপারের নিয়োগ সংক্রান্ত সব মামলা কি দ্রুত শেষ করা সম্ভব? যেহেতু এখনও আপারের নিয়োগ নিয়ে ১২ টির বেশি প্রধান মামলা ঝুলছে আদালতে। তাই কমিশন চাইলেও আপার সমস্যার সমাধান দ্রুত সম্ভব নয়। এমনটাই মনে করছে পরীক্ষার্থীদের অনেকেই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন