আস্থা ভোটের আগে বিজেপি বিধায়ক কালিদাস কোলাম্বকরকে প্রো-টেম স্পিকারের দায়িত্ব দিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল বিএস কোশিয়ারি। আস্থা ভোটের আগে পর্যন্ত কেয়ারটেকার মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন দেবেন্দ্র ফড়নবীশ।
অপরদিকে কংগ্রেস-এনসিপি-শিবসেনার জোট জানাল, মুখ্যমন্ত্রী হবেন উদ্ধব ঠাকরে। দু-জন উপ-মুখ্যমন্ত্রী হবেন, কংগ্রেসের বালাসাহেব থোরাট ও এনসিপির জয়ন্ত পাতিল। কালিদাস কোলাম্বকরের অধীনে শপথ নেবেন বিধায়করা।
অপরদিকে মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী পদে দেবেন্দ্র ফড়নবীশ, অজিত পাওয়ার ইস্তফা দিতেই রাজ্যপাল বিএস কোশিয়ারিরও ইস্তফা দাবি করল কংগ্রেস। এই প্রসঙ্গে কংগ্রেস মুখপাত্রা মণীশ তিওয়ারি জানান, "মহারাষ্ট্র্রে রাজ্যপালের উচিত বিজেপি-আরএসপি-র ছত্রছায়া থেকে বেরিয়ে মহা বিকাশ আগাধি জোটকে সরকার গড়ার জন্য আমন্ত্রণ করা।"
অপরদিকে মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী পদে দেবেন্দ্র ফড়নবীশ, অজিত পাওয়ার ইস্তফা দিতেই রাজ্যপাল বিএস কোশিয়ারিরও ইস্তফা দাবি করল কংগ্রেস। এই প্রসঙ্গে কংগ্রেস মুখপাত্রা মণীশ তিওয়ারি জানান, "মহারাষ্ট্র্রে রাজ্যপালের উচিত বিজেপি-আরএসপি-র ছত্রছায়া থেকে বেরিয়ে মহা বিকাশ আগাধি জোটকে সরকার গড়ার জন্য আমন্ত্রণ করা।"


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন