ফের শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক। নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আগেই সম্পূর্ণ হয়েছে।
ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন বিদ্যালয় গুলিতে নিযুক্ত হয়ে গেছেন প্রায় ১৫০০০ শিক্ষক-শিক্ষিকা। এবার উদ্বেগ বাড়িয়ে হাইকোর্টে দায়ের হল মামলা। ৮টি প্রশ্নের বৈধতা চ্যালেঞ্জ করে এই মামলা হয় আদালতে। এর আগে প্রাথমিক টেটে ৬ প্রশ্ন ভুল বলে রায় দেয় হাইকোর্ট। প্রতিভা মণ্ডল সহ ৬০০ বেশী মামলাকারীকে ভুল প্রশ্নে নম্বর দিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতেও নির্দেশ দেয় আদালত। প্রাথমিকের পর এসএলএসটি নিয়ে প্রশ্ন ভুলের বিতর্ক।
এই প্রসঙ্গে এসএসসি চেয়ারম্যান সৌমিত্র সরকার জানিয়েছেন, "প্রশ্ন ভুলের বিষয় জানা নেই। তবে অভিযোগ এলে তা খতিয়ে দেখা হবে।"


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন