উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে বিতর্কের মাঝে নবম-দশমের সপ্তম দফার কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। উচ্চ প্রাথমিক নিয়ে মামলার পাহাড় জমেছে আদালতে।
এর সঙ্গে আছে রাজ্য সরকারের অনীহা। মূলত এই দুই কারণে আপারের নিয়োগ আটকে আছে। আর নিয়োগ প্রক্রিয়ার কাজ কবে শেষ করতে পারবে কমিশন তা নিয়ে বেশ চিন্তিত কমিশনের আধিকারিকরা। এই নিয়োগ নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক হলেও সমাধানের রাস্তা এখনও খুঁজে পায়নি কমিশন।
এবার উচ্চ প্রাথমিকে দ্রুত নিয়োগ সহ একাধিক দাবিতে চলতি মাসের ১৬ তারিখ আচার্য সদনের সামনে বড় ধরনের প্রতিবাদ সভার ডাক দিয়েছে আপারের পরীক্ষার্থীরা। আর ওই আন্দোলনের সাফল্যের উপর আপারের নিয়োগ ভবিষ্যৎ অনেকটা নির্ভর করছে বলে মনে করেন হবু শিক্ষকদের একটা বড় অংশ।
কমিশনও চায় আইনি জট সরিয়ে নিয়োগের কাজ দ্রুত শেষ করতে।
কিন্তু কমিশনের উদ্দেশ যদি তাই হয়, তাহলে আপারের পরীক্ষার্থীরা যেদিন আন্দোলনের ডাক দিয়েছেন ওই একি দিনে কেনও নবম-দশমের সপ্তম দফার কাউন্সেলিং করতে চলেছে কমিশন? তাহলে কি কমিশন চাইছে না পড়ুয়ারা বা বঞ্চিত প্রার্থীরা তাদের দাবি জানাক? এক হবু শিক্ষকের কথায়, "এই ১৬ তারিখের আন্দোলন যাতে না বড় আকার নেয়, সেই কারণে পরিকল্পনা মাফিক ওই একি দিনে কাউন্সেলিং করতে চলেছে কমিশন। এর আগেও এমন ঘটনা ঘটেছে।"
এবার উচ্চ প্রাথমিকে দ্রুত নিয়োগ সহ একাধিক দাবিতে চলতি মাসের ১৬ তারিখ আচার্য সদনের সামনে বড় ধরনের প্রতিবাদ সভার ডাক দিয়েছে আপারের পরীক্ষার্থীরা। আর ওই আন্দোলনের সাফল্যের উপর আপারের নিয়োগ ভবিষ্যৎ অনেকটা নির্ভর করছে বলে মনে করেন হবু শিক্ষকদের একটা বড় অংশ।
কমিশনও চায় আইনি জট সরিয়ে নিয়োগের কাজ দ্রুত শেষ করতে।


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন