সন্ধে হতেই কলকাতা শহরের বিভিন্ন জায়গায় ইভটিজারদের কবলে পড়তে হয়েছে মহিলাদের। এমন অভিযোগ আসছিল পুলিশের কাছে। তার উপর সম্প্রতি ঘটেছে হায়দরাবাদ, উন্নাওয়ের ঘটনা। তাই সর্তক কলকাতা পুলিশ।
আর তাই রাতে ইভটিজার আর রোমিও ধরতে গোটা শহরময় তল্লাশি চালাল কলকাতা পুলিশের উইনার্স বাহিনী। সঙ্গে ছিলেন লালবাজারের গোয়েন্দারাও। ১৪ জন ইভটিজার-সহ ৭১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে ৫১টি মোটরবাইক। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে কলকাতাবাসী।
রাস্তায় চলতে গেলে কখনও কটূক্তি। কখনও আবার মহিলাদের পিছু ধাওয়া করে মদ্যপরা। রাতে বাড়ি ফিরতে হলে হাজারও বিপদের মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয়। প্রায়শই এই ধরনের অভিযোগ আসে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের হেল্পলাইন নম্বর ১০০-য়। এই পরিস্থিতিতে কলকাতার মেয়েদের মনে সাহস জোগাতে উদ্যোগী কলকাতা পুলিশ।
শুক্রবার রাতে কলকাতার শহরের বিভিন্ন প্রান্তে হানা দেয় পুলিশের বিশেষ মহিলা টিম আর আটক করা হয় ৭১ জনকে।
রাস্তায় চলতে গেলে কখনও কটূক্তি। কখনও আবার মহিলাদের পিছু ধাওয়া করে মদ্যপরা। রাতে বাড়ি ফিরতে হলে হাজারও বিপদের মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয়। প্রায়শই এই ধরনের অভিযোগ আসে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের হেল্পলাইন নম্বর ১০০-য়। এই পরিস্থিতিতে কলকাতার মেয়েদের মনে সাহস জোগাতে উদ্যোগী কলকাতা পুলিশ।
শুক্রবার রাতে কলকাতার শহরের বিভিন্ন প্রান্তে হানা দেয় পুলিশের বিশেষ মহিলা টিম আর আটক করা হয় ৭১ জনকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন