প্রচণ্ড শীতেও কলকাতার ফুটপাতে রাত কাটাতে হয় অনেককে। শীতের মরশুমে তাদের যাতে রাস্তায় শুতে না হয়, তার জন্য রাতে থাকার ব্যবস্থা করতে চলেছে কলকাতা পৌরনিগম।
পাশাপাশি ফিরহাদ হাকিম বলেন, "বিপিএল তালিকা নতুন করে তৈরি করা হবে। কর্মরত সদস্য মারা যাওয়ায় অনেক পরিবারকে বিপিএল তালিকাভুক্ত করা হয়েছে। আবার অনেকের কর্মসংস্থানের উন্নতি হওয়ায় তাঁরা এপিএল তালিকায় স্থানান্তরিত হয়েছে। তাই নতুন করে তালিকা সংশোধন করার দরকার। প্রতিবছরই বিপিএল তালিকা সংশোধন নিয়ে প্রস্তাব দেওয়া হবে। ইতিমধ্যে এই বিষয় নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কথাও হয়েছে। বিধানসভায় প্রস্তাবটি পাশ হলে নতুন করে বিপিএল তালিকা সংশোধন করা হবে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন