রাষ্ট্রীয় বিধানের সমালোচনা করার অধিকার দেশের নাগরিকের আছে। বিচারবিভাগও তার বাইরের বিষয় নয়। সন্ময় ব্যানার্জির মামলার রায়ের পর্যবেক্ষণে এমন কথা বলেছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।
বাকস্বাধীনতা কেড়ে নেওয়া, মানবাধিকার লঙ্ঘন ও পুলিশের অতিসক্রিয়তার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সন্ময় বন্দ্যোপাধ্যায়।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না বলে জানিয়ে দেয় আদালত। ওই মামলারই পর্যবেক্ষণে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন, "রাষ্ট্রীয় বিধানের সমালোচনা করার অধিকার নাগরিকের আছে। বিচারবিভাগও তার বাইরের বিষয় নয়।
আমাদের সংবিধান নাগরিকদের বাক স্বাধীনতার অধিকার সুনিশ্চিত করে। এই ধরনের সমালোচনা কখনও কখনও শাসককে নিজের ভুলভ্রান্তি সংশোধনে সহযোগিতা করে।"
রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করার জন্য বিতর্কে জড়িয়ে পড়েন সন্ময়। এই পোস্টের মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে বলেই শাসক দলের মদতে তাঁকে গ্রেফতার করা হয় বলে অভিযোগ। পরে আদালত থেকে জামিন পাওয়ার পরেই থানায় তাঁকে নির্যাতন করা হয়েছে বলে সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি।
বাকস্বাধীনতা কেড়ে নেওয়া, মানবাধিকার লঙ্ঘন ও পুলিশের অতিসক্রিয়তার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সন্ময় বন্দ্যোপাধ্যায়।
Loading...
রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করার জন্য বিতর্কে জড়িয়ে পড়েন সন্ময়। এই পোস্টের মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে বলেই শাসক দলের মদতে তাঁকে গ্রেফতার করা হয় বলে অভিযোগ। পরে আদালত থেকে জামিন পাওয়ার পরেই থানায় তাঁকে নির্যাতন করা হয়েছে বলে সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন