নাগরিকত্ব সংশোধনী বিল আইনের পরিণত হওয়ার পর থেকে উত্তাল গোটা দেশ। আর এই আইনের বিরুদ্ধে পথে নেমেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পর পর তিনদিন মিছিলে হেঁটেছেন মুখ্যমন্ত্রী।
বেশ-কয়েকটি সভা করেছেন। সেখান থেকে কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণের পাশাপাশি গণভোটের দাবিও তুলেছেন মুখ্যমন্ত্রী। এবার অশান্ত উত্তরপ্রদেশে প্রতিনিধিদল পাঠাচ্ছেন তিনি। কয়েকদিন ধরেই নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তপ্ত উত্তরপ্রদেশের একাধিক এলাকা। বিক্ষোভ দেখাতে গিয়ে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। পুলিশের গুলিতে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জখম হবার সংখ্যাও কম নয়।
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী। এবার উত্তরপ্রদেশে নিহত ও জখমদের পরিবারের পাশে দাঁড়াতে প্রতিনিধিদল পাঠাচ্ছেন তিনি। আগামীকাল সেখানে যাবেন দীনেশ ত্রিবেদী, প্রতিমা মণ্ডল, আবির বিশ্বাস ও নাদিমুল হক। তাঁরা নিহত ও জখমদের পরিবারের সঙ্গে দেখা করবেন।
Loading...
Loading...


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন