তিনি দেশের প্রধানমন্ত্রী। এক কথায় বলা যায়, বর্তমানে তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। জনসভায় বক্তৃতা রাখতে গেলে এখনও মোদী মোদী রব ওঠে। হাততালিতে ফেটে পড়ে গোটা মাঠ। কিন্তু, শুক্রবার তা হল না।
বণিকসভায় বক্তৃতা চলাকালীন হাততালির পরিমাণ কম হওয়ায় খানিকটা হলেও বিরক্ত হলেন প্রধানমন্ত্রী। বক্তব্য মাঝপথে থামিয়েই তিনি বলেন, "হাততালিতে সেই রকম দম কোথায়। আপনারা মনে হয় আমার কথা ঠিক করে শুনছেন না।"
শুক্রবার দেশের অন্যতম বড় বণিকসভাতে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির বিজ্ঞান ভবনে। প্রধানমন্ত্রীর এই বক্তৃতার দিকে নজর ছিল গোটা দেশের শিল্প মহলের। অর্থনীতিকে বেহাল দশা থেকে সঠিক পথে ফেরাতে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে ছিলেন ব্যবসায়ীদের একটা বড় অংশ।
প্রধানমন্ত্রী বক্তব্য রাখার সময় মেনে নেন, অর্থনীতিতে ওঠানামা থাকে। তবে, বর্তমান দুরবস্থা দূর করার কোনও রাস্তা তিনি দেখাতে পারেন নি। বরঞ্চ জোর গলায় দাবি করলেন, অর্থনীতি সঠিক রাস্তায় এগিয়ে চলছে। দ্রুত আমরা ৫ ট্রিলিয়নের অর্থনীতিতে পরিণত হব। প্রধানমন্ত্রীর দাবি, "পাঁচ-ছয় বছর আগে দেশের অর্থনীতি রীতিমতো বিপর্যয়ের মুখে পড়েছিল। আমরা সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে পেরেছি।"
প্রধানমন্ত্রীর এসব কথাতে হয়তো মন গলেনি উপস্থিত ব্যবসায়ীদের। সেভাবে হাততালিও পড়ছিল না প্রধানমন্ত্রীর কথাতে। তাই, বক্তৃতা থামিয়ে কিছুটা হলেও বিরক্তির সুরে মোদী অসন্তোষ প্রকাশ করে বলেন,"কী ব্যাপার, হাততালির শব্দ এত কম কেন? আমি তো আর একটু হাততালি আশা করছিলাম। আপনারা মনে হয়, অতীতের পরিসংখ্যান এখনও মনে করে রেখে দিয়েছেন। আর নাহয় আমার কথা ঠিক মন দিয়ে শুনছেন না। শুনলে আরও বেশি হাততালি পড়ত।"
শুক্রবার দেশের অন্যতম বড় বণিকসভাতে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির বিজ্ঞান ভবনে। প্রধানমন্ত্রীর এই বক্তৃতার দিকে নজর ছিল গোটা দেশের শিল্প মহলের। অর্থনীতিকে বেহাল দশা থেকে সঠিক পথে ফেরাতে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে ছিলেন ব্যবসায়ীদের একটা বড় অংশ।
Loading...
প্রধানমন্ত্রীর এসব কথাতে হয়তো মন গলেনি উপস্থিত ব্যবসায়ীদের। সেভাবে হাততালিও পড়ছিল না প্রধানমন্ত্রীর কথাতে। তাই, বক্তৃতা থামিয়ে কিছুটা হলেও বিরক্তির সুরে মোদী অসন্তোষ প্রকাশ করে বলেন,"কী ব্যাপার, হাততালির শব্দ এত কম কেন? আমি তো আর একটু হাততালি আশা করছিলাম। আপনারা মনে হয়, অতীতের পরিসংখ্যান এখনও মনে করে রেখে দিয়েছেন। আর নাহয় আমার কথা ঠিক মন দিয়ে শুনছেন না। শুনলে আরও বেশি হাততালি পড়ত।"
Loading...


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন