ফের মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন বঙ্গ বিজেপির সভাপতি। বর্তমানে বাঁকুড়া সফরে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।
শুক্রবার সকালে তিনি বাঁকুড়ায় সাংবাদিকদের মুখোমুখি হন। ওই সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'দেশদ্রোহী' বলে কটাক্ষ করেন তিনি।
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের গোটা দেশ উত্তাল। এই রাজ্যেও সেই প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এই নিয়ে স্বর ক্রমেই চড়া হচ্ছে।
দেশের নানা প্রান্তে শুরু হয়েছে এই আইনের প্রতিবাদ। ঠিক সেই সময়েই শুক্রবার বাঁকুড়া সফর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ তৃণমূল-নেত্রীকে নিশানা করে বলেন, 'মুখ্যমন্ত্রী দেশদ্রোহী, তাঁর মুখ্যমন্ত্রীর পদে বসার কোনও অধিকার নেই।'
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের গোটা দেশ উত্তাল। এই রাজ্যেও সেই প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এই নিয়ে স্বর ক্রমেই চড়া হচ্ছে।
Loading...
Loading...


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন