২০০৮-এর জয়পুর বিস্ফোরণকাণ্ডে জড়িত থাকার অপরাধে চার অপরাধীর মৃত্যুদণ্ড ঘোষণা করল জয়পুরের বিশেষ আদালত। এই মামলায় আগেই চার জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত।
২০০৮ সালের ১৩ মে পর পর আটটি বিস্ফোরণ কেঁপে উঠেছিল গোলাপি শহর। মৃত্যু হয় কমকরে ৭০ জনের। আহত হয় কয়েক হাজার। বিস্ফোরণের ছক কষার অভিযোগ আনা হয় মহম্মদ সইফ, মহম্মদ সারওয়ার আজমি, মহম্মদ সলমন, সইফুররেহমান এবং শাহবাজ হুসেনের বিরুদ্ধে।
এর মধ্যে শাহবাজকে বুধবার বেকসুর খালাস করেছে জয়পুরের আদালত।
বুধবার এই চার অপরাধীকে ভারতীয় দণ্ডবিধির ১২০(বি) অর্থাৎ ষড়যন্ত্র করার ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে জয়পুর আদালত। তবে বিস্ফোরণের পর প্রায় ১১ বছর কেটে গেলেও অন্য তিন অভিযুক্ত, সাজিদ বাদা, মহম্মদ খালিদ এবং শারান এখনও ফেরার। বাকি কয়েক জন অভিযুক্ত এখন তিহার জেলে বন্দি।
Loading...
বুধবার এই চার অপরাধীকে ভারতীয় দণ্ডবিধির ১২০(বি) অর্থাৎ ষড়যন্ত্র করার ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে জয়পুর আদালত। তবে বিস্ফোরণের পর প্রায় ১১ বছর কেটে গেলেও অন্য তিন অভিযুক্ত, সাজিদ বাদা, মহম্মদ খালিদ এবং শারান এখনও ফেরার। বাকি কয়েক জন অভিযুক্ত এখন তিহার জেলে বন্দি।
Loading...


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন