কেন্দ্রের সরকার চাইলে রাজ্যগুলি নাগরিকত্ব সংশোধনী আইন মানতে বাধ্য। এটা সাংবিধানিক কাঠামোর পরিবর্তন। এটা কেন্দ্রের সরকারের এক্তিয়ার।
সিএবি বিরোধী রাজ্যগুলিকে এমন বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পিনারাই বিজয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়, ক্যাপ্টেন অমরিন্দর সিং, কমল নাথ ও ভুপেশ বাঘেন। এই পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেদের রাজ্যে নাগরিকত্ব সংশোধনী বিল লাগু না করার সিদ্ধান্ত নিয়েছে। এই বিলকে তাঁরা অসাংবিধানিক বলে মনে করছে। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তা পরিণত হয়েছে আইনে। সংসদে বিলটিকে আটকাতে না পারলেও, এবার ঘুরপথে নাগরিকত্ব সংশোধনী আইন আটকাতে চাইছে বিরোধীরা। বিরোধীদের সেই ছক বুঝেই হয়তো আগে থেকে প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। আর তাই এই বিলটি যে রাজ্যের এক্তিয়ার-ভুক্ত নয়, তা এবার সাফ জানিয়ে দেওয়া জানাল স্বরাষ্ট্র মন্ত্রক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন