সরকারি এবং সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষকদের টিউশন পড়ানোর বিরুদ্ধে গৃহশিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন অনেক দিন ধরে।
সম্প্রতি তাদের সেই দাবিতে প্রথমে মেনে নেয় সরকার। পরে সেই দাবিতে সরকারি সিলমোহরও পড়েছে। স্কুল শিক্ষকদের বাগে আনতে কড়া আইন নির্ধারণ করেছে রাজ্য বিদ্যালয় শিক্ষা দফতর। একইসাথে শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন, সরকারি কিংবা সরকার পোষিত স্কুলের শিক্ষকরা গৃহ-শিক্ষকতা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কিন্তু অভিযোগ, এরপরও কিছু শিক্ষক শিক্ষামন্ত্রীর এই নির্দেশকে গুরুত্ব না দিয়ে গৃহ-শিক্ষকতা রমরমিয়ে চালিয়ে যাচ্ছেন। আর এর বিরুদ্ধেই এবার তীব্র আন্দোলনে নেমেছে, গৃহশিক্ষক কল্যাণ সমিতি নামে এক সংগঠন। এর পাশাপাশি আন্দোলন চালিয়ে যাচ্ছে গৃহ শিক্ষকদের অন্যান্য সংগঠনগুলিও।
গত সপ্তাহে এই সংগঠনের সদস্যরা বিভিন্ন জেলার ডি.আই এর কাছে ডেপুটেশন জমা দিয়েছে এবং গৃহ-শিক্ষকতা করা স্কুল শিক্ষকদের নামের লিস্ট তুলে দিয়েছেন তাঁরা।
কিন্তু অভিযোগ, এরপরও কিছু শিক্ষক শিক্ষামন্ত্রীর এই নির্দেশকে গুরুত্ব না দিয়ে গৃহ-শিক্ষকতা রমরমিয়ে চালিয়ে যাচ্ছেন। আর এর বিরুদ্ধেই এবার তীব্র আন্দোলনে নেমেছে, গৃহশিক্ষক কল্যাণ সমিতি নামে এক সংগঠন। এর পাশাপাশি আন্দোলন চালিয়ে যাচ্ছে গৃহ শিক্ষকদের অন্যান্য সংগঠনগুলিও।
গত সপ্তাহে এই সংগঠনের সদস্যরা বিভিন্ন জেলার ডি.আই এর কাছে ডেপুটেশন জমা দিয়েছে এবং গৃহ-শিক্ষকতা করা স্কুল শিক্ষকদের নামের লিস্ট তুলে দিয়েছেন তাঁরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন