সরকারি এবং সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষকদের টিউশন পড়ানোর বিরুদ্ধে গৃহশিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন অনেক বছর ধরে। সম্প্রতি তাদের সেই দাবিতে প্রথমে মেনে নেয় সরকার।
আজকের এই নির্দেশিকার পরে সেই দাবিতে সরকারি সিলমোহরও পড়ল।
স্কুল শিক্ষকদের বাগে আনতে কড়া আইন নির্ধারণ করেছে রাজ্য বিদ্যালয় শিক্ষা দফতর। একইসাথে সম্প্রতি শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন, সরকারি কিংবা সরকার পোষিত স্কুলের শিক্ষকরা গৃহ-শিক্ষকতা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিন শিক্ষা দফতর থেকে এক নির্দেশিকা জারি করা হয়।
সেখানে বলা হয়েছে এবার থেকে শিক্ষকরা প্রাইভেট টিউশন করতে পারবে না। নির্দেশিকা না মানলে ব্যবস্থা নিতে পারে সরকার। যদিও এই নির্দেশিকা নিয়ে শিক্ষকদের একটা বড় অংশ বেশ অসন্তুষ্ট। অনেকের মতে শিক্ষকদের বাগে আনতে এই নির্দেশিকা জারি করেছে শিক্ষা দফতর।
স্কুল শিক্ষকদের বাগে আনতে কড়া আইন নির্ধারণ করেছে রাজ্য বিদ্যালয় শিক্ষা দফতর। একইসাথে সম্প্রতি শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন, সরকারি কিংবা সরকার পোষিত স্কুলের শিক্ষকরা গৃহ-শিক্ষকতা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিন শিক্ষা দফতর থেকে এক নির্দেশিকা জারি করা হয়।
Loading...
Loading...


Amader gram a to onowek primary School teacher oo perateacher tucine Kore chole6e.jody Tara bondho na Kore ki Kore amader Moto bekar 6ele ra ki korbo.amra bekar bole keo to tucine Porte chai6e na
উত্তরমুছুনTucine spelling ta agar thik kore janun. Tar por poraben
উত্তরমুছুনApnio to tuition spelling ta vul likeche
মুছুন