বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
এই গেরুয়া নেতার বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এবং অপমানজনক মন্তব্য করার অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণ ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, অন্য কোনও ফোরামে গিয়ে অভিযোগ জানাতে পারেন আবেদনকারী। অভিযোগ, এই বিজেপি নেতা পুলিশের বিরুদ্ধে পরিকল্পনা মাফিক অপমানজনক মন্তব্য করেছেন। চলতি বছরের ৫ সেপ্টেম্বর এক পথসভায় বিজয়বর্গীয় এই বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। তিনি বলেছিলেন,"ক্ষমতায় এলে পুলিশকে দিয়ে জুতো পালিশ করাব।" এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে এক জনস্বার্থ মামলা দায়ের হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন