নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তপ্ত গোটা দেশ। এবার সেই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ল পশ্চিমবঙ্গে। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে কড়া বার্তা দিলেন মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম।
বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, বাংলায় নয়, ক্ষমতা থাকলে অমিত শাহর বাড়ির সামনে গিয়ে মস্তানি করে আসুন। হাওড়ার উলুবেড়িয়া, মুর্শিদাবাদের বেলডাঙা, বহরমপুর-সহ বিভিন্ন এলাকায় অশান্তি শুরু হয়েছে। এমনকি অশান্তি ছড়িয়েছে কলকাতাতেও। কোথাও রেললাইন, কোথাও জাতীয় সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। রাজ্যে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন