কোন দফতরে বেশি লোক আছে , আবার কোন দফতরে লোক কম আছে কে না জানতে এবার বিশেষ ব্যবস্থা গ্রহণ করল পুরসভা। আর সেই কাজে লাগানো হবে পেশাদারি মানবসম্পদ এজেন্সিকে।
ইতিমধ্যেই তাদের ডাকা হয়েছে।
পুরসভায় বিভিন্ন দফতরে কর্মীদের খতিয়ান তুলে ধরা হবে এই রিপোর্টে। কোন দফতরে কত কর্মী কাজ করছেন, কোথায় কাজের তুলনায় কর্মী সংখ্যা কম, আবার কোথায় কর্মী সংখ্যা বেশি, সবটাই ওই রিপোর্টে কর্পোরেট কায়দায় তুলে ধারার ব্যবস্থা করা হবে।
বহু দফতরে কাজের লোকের অভাব। কোথাও আবার অতিরিক্ত লোক। মানবসম্পদ এজেন্সির পর্যালোচনা রিপোর্টের পর আনা হবে ভারসাম্য। বাড়তি কর্মীকে পাঠান হবে অন্য দফতরে।
পুরসভায় বিভিন্ন দফতরে কর্মীদের খতিয়ান তুলে ধরা হবে এই রিপোর্টে। কোন দফতরে কত কর্মী কাজ করছেন, কোথায় কাজের তুলনায় কর্মী সংখ্যা কম, আবার কোথায় কর্মী সংখ্যা বেশি, সবটাই ওই রিপোর্টে কর্পোরেট কায়দায় তুলে ধারার ব্যবস্থা করা হবে।
বহু দফতরে কাজের লোকের অভাব। কোথাও আবার অতিরিক্ত লোক। মানবসম্পদ এজেন্সির পর্যালোচনা রিপোর্টের পর আনা হবে ভারসাম্য। বাড়তি কর্মীকে পাঠান হবে অন্য দফতরে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন