শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক চলে আসছে কয়েক বছর ধরে। এখনও উচ্চ-প্রাথমিকে নিয়োগ নিয়ে একাধিক মামলা ঝুলছে আদালতে। সেই সব মামলার জট সরিয়ে উচ্চ-প্রাথমিকে নিয়োগ কবে হবে সেই দিকে তাকিয়ে হবু শিক্ষকদের একটা বড় অংশ। আর উচ্চ-প্রাথমিকে নিয়োগের কাজ শেষ করার পরে তবেই নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে পারবে কমিশন।
কারণ উচ্চ-প্রাথমিকের নিয়োগের কাজ শেষ না করে কমিশন যদি ফের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে তাহলে নিয়ম মাফিক উচ্চ-প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়াটা পুরোটাই বাতিল হয়ে যাবে। কমিশন চাইবে না আপারের নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যাক। কমিশন থেকে পাওয়া খবর অনুসারে, কমিশন চাইছে দ্রুত আপারের নিয়োগের কাজ শেষ করতে। এই নিয়োগ বিতর্কের মাঝে ফের নতুন করে শিক্ষক নিয়োগের সম্ভাবনা তৈরি হল। রাজ্যে নতুন করে শিক্ষক নিয়োগ ফের একবার হতে পারে।
এই নতুন শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশুনোর পাশাপাশি বাধ্যতামূলক হিসেবে খেলাধুলোর ক্লাস চালু করতে হবে প্রতিটা স্কুলে। ওই ক্লাস নেওয়া হবে মিড ডে মিলের আগেই।' স্কুলে কোন-কোন খেলাধুলোর উপরে জোর দেওয়া হবে, তার তালিকাও ইতিমধ্যে পাঠানো হয়েছে। রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের এক আধিকারিক এই প্রসঙ্গে জানিয়েছেন, এখন মোবাইল ফোনের দৌলতে ছোট-ছোট পড়ুয়ারাও বিভিন্ন খেলার প্রতি আগ্রহী হয়ে পড়ছে। তাদের সেই আগ্রহ বাড়াতেই খেলাধুলোর ক্লাস বাধ্যতামূলক করা হয়েছে।
প্রয়োজনে খেলাধুলোর ক্লাস নেওয়ার জন্য নতুনভাবে শিক্ষক নিয়োগও করা হবে। সূত্রের খবর, রাজ্যের শিক্ষা মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই নতুন শিক্ষা বর্ষ থেকে নয়া বিধি কার্যকর করার জন্য এদিন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এর পাশাপাশি রাজ্যের স্কুল গুলিতে শারীর শিক্ষাকে স্কুলে আবশ্যিক করতে চলেছে রাজ্য সরকার। সম্প্রতি একথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি বলেন, " এখন এটা আলোচনা স্তরে রয়েছে। শুধু চালু করলেই হবে না। এখানে শিক্ষক নিয়োগ করতে হবে।"
এই দুই চিত্র থেকে পরিষ্কার রাজ্যে ফের একবার শিক্ষক নিয়োগ হতে পারে। যদিও সামনে আছে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচন তৃণমূলের কাছে একটা বড় চ্যালেঞ্জ। তাই ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ফের একবার শিক্ষক নিয়োগের পরীক্ষা যে হতেও পারে তা নিয়ে কোন সন্দেহ নেই।
এই নতুন শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশুনোর পাশাপাশি বাধ্যতামূলক হিসেবে খেলাধুলোর ক্লাস চালু করতে হবে প্রতিটা স্কুলে। ওই ক্লাস নেওয়া হবে মিড ডে মিলের আগেই।' স্কুলে কোন-কোন খেলাধুলোর উপরে জোর দেওয়া হবে, তার তালিকাও ইতিমধ্যে পাঠানো হয়েছে। রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের এক আধিকারিক এই প্রসঙ্গে জানিয়েছেন, এখন মোবাইল ফোনের দৌলতে ছোট-ছোট পড়ুয়ারাও বিভিন্ন খেলার প্রতি আগ্রহী হয়ে পড়ছে। তাদের সেই আগ্রহ বাড়াতেই খেলাধুলোর ক্লাস বাধ্যতামূলক করা হয়েছে।
Loading...
এর পাশাপাশি রাজ্যের স্কুল গুলিতে শারীর শিক্ষাকে স্কুলে আবশ্যিক করতে চলেছে রাজ্য সরকার। সম্প্রতি একথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি বলেন, " এখন এটা আলোচনা স্তরে রয়েছে। শুধু চালু করলেই হবে না। এখানে শিক্ষক নিয়োগ করতে হবে।"
এই দুই চিত্র থেকে পরিষ্কার রাজ্যে ফের একবার শিক্ষক নিয়োগ হতে পারে। যদিও সামনে আছে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচন তৃণমূলের কাছে একটা বড় চ্যালেঞ্জ। তাই ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ফের একবার শিক্ষক নিয়োগের পরীক্ষা যে হতেও পারে তা নিয়ে কোন সন্দেহ নেই।
Loading...


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন