পার্শ্বশিক্ষকদের প্রতি সহানুভূতিশীল এই সরকার। অনেক কিছুর সুবিধা দিয়েছে সরকার। এর পরেও তাঁরা অধৈর্য হয়ে পড়ছেন।
আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সায়েন্স কংগ্রেস অনুষ্ঠানে যোগ দিতে এসে পার্শ্বশিক্ষকদের নিয়ে এমন মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, "পার্শ্বশিক্ষকদের বোঝা উচিত প্রোজেক্টের অধীনে কাজ করলে সেটা বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু এই সরকার সেগুলি বন্ধ হতে দেয়নি। তা সত্ত্বেও আমি বলেছি নিশ্চয়ই বিষয়টি দেখব। পার্শ্বশিক্ষকদের বেতন ৪০ শতাংশ থেকে ৬৫ শতাংশ বাড়ান হয়েছে। অনেকের আবার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তাঁদের মেডিকেল লিভের সংখ্যা ইতিমধ্যে বাড়ান হয়েছে। আমরা তাঁদের পিএফ-এর মধ্যে নিয়ে এসেছি। আমরা এই গুলি করছি তো। কিন্তু তারপরও এত অধৈর্য হলে কী করে হবে।"
এর পরে তিনি আরও বলেন, "আমি একেবারে এই সংক্রান্ত আলোচনা শেষ করতে চাই। বিরোধী বিভ্রান্তিমূলক কথা বলছে। আমি ওঁদের কাছ থেকে সেই কাগজপত্রগুলি চাই। কেন্দ্রীয় সরকার দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে না। যদি কাগজপত্র দেখাতে পারে, তাহলে নিশ্চয়ই আমি ব্যবস্থা করব।"
এর পরে তিনি আরও বলেন, "আমি একেবারে এই সংক্রান্ত আলোচনা শেষ করতে চাই। বিরোধী বিভ্রান্তিমূলক কথা বলছে। আমি ওঁদের কাছ থেকে সেই কাগজপত্রগুলি চাই। কেন্দ্রীয় সরকার দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে না। যদি কাগজপত্র দেখাতে পারে, তাহলে নিশ্চয়ই আমি ব্যবস্থা করব।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন