স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের বাগে আনতে আরও কঠোর পদক্ষেপ নিল সরকার। এ বার থেকে শিক্ষক-শিক্ষিকাদের সময় মতো স্কুলে ঢুকতে হবে।
নির্দিষ্ট সময় মতো বেরতে হবে। নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যে রাজ্যের প্রতিটি স্কুলকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। এতদিন নির্দেশিকা আকারে শিক্ষক-শিক্ষিকাদের জন্য ছিল না। এই বার তা করা হল।
এই রাজ্যের একাধিক স্কুলে শিক্ষক-শিক্ষিকারা অনেক সময়ই দেরিতে আসছেন। অনেক দিন ধরেই অভিযোগ জমা পড়ছিল শিক্ষা দফতরের কাছে। সম্প্রতি আমতায় একটি স্কুলে প্রধান শিক্ষক দেরিতে স্কুলে ঢোকায় জেলা শাসকের রোষের মুখে পড়েন। ঝালদায় একটি স্কুলের প্রধান-শিক্ষককে খুঁটিতে বেঁধে রাখার অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। সময় মতো স্কুলে না-আসার জন্যই এই ধরনের শাস্তির ব্যবস্থা করেছে বলে জানায় তারা। আর এই খবর জানাজানি হবার পর শিক্ষকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই।
এই রাজ্যের একাধিক স্কুলে শিক্ষক-শিক্ষিকারা অনেক সময়ই দেরিতে আসছেন। অনেক দিন ধরেই অভিযোগ জমা পড়ছিল শিক্ষা দফতরের কাছে। সম্প্রতি আমতায় একটি স্কুলে প্রধান শিক্ষক দেরিতে স্কুলে ঢোকায় জেলা শাসকের রোষের মুখে পড়েন। ঝালদায় একটি স্কুলের প্রধান-শিক্ষককে খুঁটিতে বেঁধে রাখার অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। সময় মতো স্কুলে না-আসার জন্যই এই ধরনের শাস্তির ব্যবস্থা করেছে বলে জানায় তারা। আর এই খবর জানাজানি হবার পর শিক্ষকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন