নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিতর্ক গোটা দেশ জুড়ে। এই আইনের বিরোধিতা করার পরে বিপদে পড়েছেন জেডিইউ নেতা নেতা প্রশান্ত কিশোর।
আগেই শোকজ করা হয়েছিল তাঁকে। এবার তাঁকে ডেকে পাঠালেন নীতিশ কুমার। আজই প্রশান্তের সঙ্গে বৈঠক হওয়ার কথা নীতীশ কুমারের। তারপরই জেডিইউতে ভোটকৌশলীর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে দল।
এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে পার্টি লাইনের বিরুদ্ধে গিয়েছেন প্রশান্ত কিশোর। অসমে এনআরসির পরে তিনি মোদী সরকারকে তীব্র ভাষায় সমালোচনা করেছিলেন। নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হবার পরে তার বিরোধিতা আরও তীব্র হয়েছে।
নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হওয়ার পর ঘুরপথে তা আটকে দিতে অবিজেপি মুখ্যমন্ত্রীদের একত্রিত হবার জন্য আবেদন করেছেন। এরপরই নড়েচড়ে বসে জেডিইউ শীর্ষ নেতৃত্ব। যে সমস্ত নেতারা পার্টিলাইন ভেঙে এই বিলের বিরোধিতা করছেন, তাঁদের উদ্দেশে কড়া বার্তা পাঠায় সংযুক্ত জনতা দল। শোকজ নোটিশ পাঠানো হয় প্রশান্ত কিশোরকে। শোকজের করার পর এবার তাঁকে জরুরি তলব করেছেন নীতিশ কুমার। রাজনৈতিক মহলের অনেকের ধারণা, এবার পাকাপাকিভাবে প্রশান্তের সঙ্গে সম্পর্কে ইতি টানতে পারেন নীতীশ কুমার।
এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে পার্টি লাইনের বিরুদ্ধে গিয়েছেন প্রশান্ত কিশোর। অসমে এনআরসির পরে তিনি মোদী সরকারকে তীব্র ভাষায় সমালোচনা করেছিলেন। নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হবার পরে তার বিরোধিতা আরও তীব্র হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন