নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর ক্ষোভ জমছিল সাধারণ মানুষের মধ্যে। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর বিল আইনে পরিণত হতেই উত্তর-পূর্ব ভারতের মতো বিক্ষোভের আঁচ এসে পড়ে বাংলায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসতে থাকে।
শুক্রবার বেলা বাড়তেই তা রূপ নেয় তাণ্ডবের। বিক্ষোভকারীদের হাত থেকে রক্ষা পায়নি রেল স্টেশন, ট্রেন, দাঁড়িয়ে থাকা বাস। উলুবেড়িয়া, বাগনান, বাসুলডাঙা, বেলডাঙা, আরামবাগ সহ একাধিক এলাকায় এই অশান্তির ঘটনা ঘটে।
গতকাল মুখ্যমন্ত্রী আবেদন করেছিলেন, নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে গণতান্ত্রিক পথে আন্দোলন করুন, কিন্তু সেটা আইন মেনে। এদিনও একইভাবে সাধারণ মানুষের কাছে আবেদন রাখলেন, 'গণতান্ত্রিক পথে আন্দোলন করুন, কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না।
পথ অবরোধ, রেল অবরোধ করবেন না। সাধারণ মানুষের ভোগান্তি সরকার বরদাস্ত করবে না। যাঁরা গণ্ডগোল করছেন, রাস্তায় নেমে আইন হাতে তুলে নিচ্ছেন, তাঁদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। বাসে আগুন লাগিয়ে, ট্রেনে পাথর ছুড়ে, সরকারি সম্পত্তি নষ্ট করলে, ব্যবস্থা নেবে সরকার।'
গতকাল মুখ্যমন্ত্রী আবেদন করেছিলেন, নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে গণতান্ত্রিক পথে আন্দোলন করুন, কিন্তু সেটা আইন মেনে। এদিনও একইভাবে সাধারণ মানুষের কাছে আবেদন রাখলেন, 'গণতান্ত্রিক পথে আন্দোলন করুন, কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন