এ বার ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল মার্কিন সরকার।
বিজেপি সরকারের উদ্দেশে কড়া বার্তা দিয়েছে তাদের বিদেশ মন্ত্রক। তাতে স্পষ্ট ভাবে দেশের সংবিধান এবং গণতান্ত্রিক মূল্যবোধ মেনে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় মোদী সরকারকে সচেষ্ট হতে বলেছেন। যদিও মার্কিন সরকারের এই বার্তা কার্যত ভারতের উদ্দেশে কড়া বার্তা বলে মনে করছে কূটনৈতিক মহল।
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিদেশ দফতরের মুখপাত্র বলেন, "নাগরিকত্ব সংশোধনী বিল ঘিরে কী কী ঘটছে, সব দিকে নজর রেখেছি আমরা। ধর্মীয় স্বাধীনতা এবং সকলের সমানাধিকারই আমাদের দুই গণতন্ত্রের মৌলিক নীতি। ভারতের কাছে মার্কিন সরকারের আর্জি, সংবিধান এবং গণতান্ত্রিক মূল্যবোধের কথা যেন মাথায় রাখা হয় এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে যেন সদা সজাগ থাকে।"
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিদেশ দফতরের মুখপাত্র বলেন, "নাগরিকত্ব সংশোধনী বিল ঘিরে কী কী ঘটছে, সব দিকে নজর রেখেছি আমরা। ধর্মীয় স্বাধীনতা এবং সকলের সমানাধিকারই আমাদের দুই গণতন্ত্রের মৌলিক নীতি। ভারতের কাছে মার্কিন সরকারের আর্জি, সংবিধান এবং গণতান্ত্রিক মূল্যবোধের কথা যেন মাথায় রাখা হয় এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে যেন সদা সজাগ থাকে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন