এনআরসি-র প্রতিবাদে রাজ্য জুড়ে অশান্তির ঘটনা ঘটেই চলেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বিক্ষোভকারীরা। ঠিক এই সময়ে মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিল করল তৃণমূল । এই মিছিলে অংশ নেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী।
ওই মিছিল থেকেই রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক করতে দায়িত্বশীল নাগরিকদের এগিয়ে আসার কথা বলেন তিনি। শুভেন্দু বাবু বলেন, "এই ইস্যুতে পরস্পর বিরোধী অভিযোগ করা ঠিক হবে না। সমস্ত দায়িত্বশীল মানুষের উচিত এগিয়ে এসে পরিস্থিতি স্বাভাবিক করা।"
মোদী সরকারের এই আইনের বিরুদ্ধে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল থেকে গান্ধি মূর্তি পর্যন্ত তৃণমূলের তরফে প্রতিবাদ মিছিল করা হয়। এই মিছিলে অংশগ্রহণ করেন শুভেন্দু অধিকারী। মিছিল থেকে সাংবাদিকদের তিনি বলেন, " রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানাতে বলেছেন। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল আজ সেই কর্মসূচি পালন করছে।
মেদিনীপুরে অজিত মাইতির নেতৃত্বে যে মিছিল সংগঠিত হয়েছে তাতে আমাকে অংশ নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।" এর পরে শুভেন্দু বাবু বলেন, " রাজ্যে যা হচ্ছে তা একেবারেই অনুচিত। এর ফলে আন্দোলনের মূল ইস্যু নষ্ট হচ্ছে। যারা এগুলো করছে তারা গণতান্ত্রিক শিষ্টাচার না মেনেই এই কাজ করে যাচ্ছে। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা ট্রেন ও বাস পোড়াচ্ছে তারা সমাজবিরোধী। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হওয়া উচিত।"
মোদী সরকারের এই আইনের বিরুদ্ধে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল থেকে গান্ধি মূর্তি পর্যন্ত তৃণমূলের তরফে প্রতিবাদ মিছিল করা হয়। এই মিছিলে অংশগ্রহণ করেন শুভেন্দু অধিকারী। মিছিল থেকে সাংবাদিকদের তিনি বলেন, " রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানাতে বলেছেন। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল আজ সেই কর্মসূচি পালন করছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন