ফের জাঁকিয়ে শীত। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। আকাশ পরিষ্কার হয়ে যাওয়ায় রাতের তাপমাত্রা অনেকটাই কম।
বর্ষশেষের দিনগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়বে। তারপর নতুন বছরের জানুয়ারির ১ থেকে ৩ তারিখ পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে বেশ কয়েকটা জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
পশ্চিমের সব জেলা এবং হিমালয় পর্বত সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা কমবে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম-সহ উত্তরের জেলাগুলোতে থাকছে শৈতপ্রবাহের সর্তকতা।
Loading...
Loading...


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন