সামনেই পুর-নির্বাচন। তার আগেই রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের জন্য খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী।
এবার থেকে রাজ্যের সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের তাঁদের নিজের জেলাতেই পোস্টিং পাবেন। এমনই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। টুইট করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজের জেলায় পোস্টিং বা বদলি নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ জানিয়েছেন শিক্ষক- শিক্ষিকারা।
আবার উল্টোদিকে পোস্টিং নিয়ে সমস্যার জেরে বহু সময় শিক্ষক-শিক্ষিকাদের ছুটি নেওয়াকে কেন্দ্র করে সমস্যায় পড়েছে শিক্ষা দফতরও। আর এই বিতর্কের জেরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য ঘিরে রীতিমতো শোরগোল পড়েছিল কয়েক মাস আগে।
অবশেষে পুর-ভোটের আগে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের মন পেতেই তাঁদের দীর্ঘদিনের দাবি সরকার মেনে নিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। টুইট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "শিক্ষক-শিক্ষিকারা আমাদের গর্ব। তাঁরাই আমাদের আসল অভিভাবক। এই সমাজ ও দেশ গঠনের প্রতি তাঁদের অনেক অবদান রয়েছে। তাঁরাই ছাত্রদের শিক্ষাদান করে আগামী-দিনের নেতা তৈরি করেন।"
নিজের জেলায় পোস্টিং বা বদলি নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ জানিয়েছেন শিক্ষক- শিক্ষিকারা।
Loading...
অবশেষে পুর-ভোটের আগে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের মন পেতেই তাঁদের দীর্ঘদিনের দাবি সরকার মেনে নিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। টুইট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "শিক্ষক-শিক্ষিকারা আমাদের গর্ব। তাঁরাই আমাদের আসল অভিভাবক। এই সমাজ ও দেশ গঠনের প্রতি তাঁদের অনেক অবদান রয়েছে। তাঁরাই ছাত্রদের শিক্ষাদান করে আগামী-দিনের নেতা তৈরি করেন।"
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন