রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের শেষ নেই। একের পর এক অনিয়মের অভিযোগে আদালতে দায়ের হয়েছে মামলা। আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ কবে হবে তার উত্তর জানা নেই স্কুল সার্ভিস কমিশনের।
আর এই নিয়োগ আটকে থাকায় হতাশ হবু শিক্ষকদের একটা বড় অংশ।
এই রকম সময়ে শিক্ষক নিয়োগের খবর জানালেন শিক্ষামন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায় জানান, এসএসসি নিয়োগে যে দীর্ঘকালীন প্রক্রিয়া এতদিন ধরে চলে আসছে, সেখানে এবার রাজ্য শিক্ষা দফতর পরিবর্তন আনছে। সবকিছু স্বচ্ছতার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে হবে।
ওয়েব সাইটে সবকিছুর বিস্তারিত তথ্য আপলোড করা হবে। একইসঙ্গে তিনি জানান, রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে কম্পিউটার শিক্ষার উন্নতির জন্য প্রাথমিকভাবে ২০০০ কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হবে। যদিও তা চুক্তির ভিত্তিতে। সবশেষে শিক্ষামন্ত্রী রাজ্যের প্রতিটি শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া অভিভাবক এবং শিক্ষার সঙ্গে যুক্ত মানুষদের সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়েছেন।
এই রকম সময়ে শিক্ষক নিয়োগের খবর জানালেন শিক্ষামন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায় জানান, এসএসসি নিয়োগে যে দীর্ঘকালীন প্রক্রিয়া এতদিন ধরে চলে আসছে, সেখানে এবার রাজ্য শিক্ষা দফতর পরিবর্তন আনছে। সবকিছু স্বচ্ছতার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে হবে।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন