পার্শ্বশিক্ষকদের অনশনের ২৮ দিন ও অবস্থানের ৩২ দিনের মাথায় শেষ হয় আন্দোলন কর্মসূচি। পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্বের দাবি,শিক্ষামন্ত্রী তাঁদের জানিয়েছিলেন, সব দাবিদাওয়া মেনে নিতে সরকারের একটু সময় লাগবে। তবে তাঁদের দাবিগুলি নিয়ে সরকার সদর্থক ভূমিকা নেবে বলে আশ্বাস মিলেছে।
ফলে আপাতত আন্দোলনে ইতি টানা হল বলেই জানিয়েছেন আন্দোলনের আয়োজকরা।
কিন্তু শিক্ষামন্ত্রী তাঁর দেওয়া কথা রাখলেন না। বদলে আন্দোলনকারী পার্শ্বশিক্ষকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করলেন। বেতন আটকে দেওয়ার পাশাপাশি অনেক শিক্ষকের বেতন কেটা নেওয়া হয়। এমনটাই অভিযোগ।
শিক্ষামন্ত্রী আশ্বাসের পরে আন্দোলন প্রত্যাহার করেছেন আন্দোলনকারী শিক্ষকরা। এবার পার্শ্বশিক্ষকদের শায়েস্তা করতে বিধাননগরে আন্দোলনমঞ্চে উপস্থিত পার্শ্বশিক্ষকদের ব্যাপক হারে বেতন কাটা হয়েছে। অনেক আন্দোলনকারীদের সারা মাসের বেতন আটকে দেওয়া হয়েছে।
বাদ যাননি নেতা-নেত্রীরাও। যে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের ব্যানারে আন্দোলন হয়েছিল, তার অন্যতম আহ্বায়ক মধুমিতা বন্দ্যোপাধ্যায় মাত্র ৩৭৬ টাকা বেতন পেয়েছেন। আন্দুলের শিক্ষিকা বৈশাখী চট্টোপাধ্যায় আবার এ মাসে কোনও বেতনই পাননি। মঞ্চের আরেক আহ্বায়ক ভগীরথ ঘোষ ২১ দিনের বেতন পেয়েছেন।
শিক্ষামন্ত্রী যেভাবে কথা দিয়ে কথা রাখলেন না এতে তীব্র সমালোচনা শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে।
কিন্তু শিক্ষামন্ত্রী তাঁর দেওয়া কথা রাখলেন না। বদলে আন্দোলনকারী পার্শ্বশিক্ষকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করলেন। বেতন আটকে দেওয়ার পাশাপাশি অনেক শিক্ষকের বেতন কেটা নেওয়া হয়। এমনটাই অভিযোগ।
শিক্ষামন্ত্রী আশ্বাসের পরে আন্দোলন প্রত্যাহার করেছেন আন্দোলনকারী শিক্ষকরা। এবার পার্শ্বশিক্ষকদের শায়েস্তা করতে বিধাননগরে আন্দোলনমঞ্চে উপস্থিত পার্শ্বশিক্ষকদের ব্যাপক হারে বেতন কাটা হয়েছে। অনেক আন্দোলনকারীদের সারা মাসের বেতন আটকে দেওয়া হয়েছে।
Loading...
শিক্ষামন্ত্রী যেভাবে কথা দিয়ে কথা রাখলেন না এতে তীব্র সমালোচনা শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে।
Loading...
Sarkar kano barbar pratrishrutir abamabona kor6e..shame
উত্তরমুছুন