গৌরী লঙ্কেশ, এম এম কালবর্গীর খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল রাজনৈতিক মহল। এই দুই ঘটনার পিছনে এক গুরুজি হাত ছিল বলে খবর ছড়ায়। যার প্রকৃত নাম, প্রতাপ হাজরা। কর্ণাটকের সিটের চার্জশিটেও তার নাম উল্লেখ আছে।
পশ্চিমবঙ্গ পুলিশের সাহায্যে দক্ষিণ ২৪ পরগণার উস্তি থেকে তাকে পাকড়াও করে পুনে পুলিশ। একাধিক উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে তার যোগ ছিল বলেও বিভিন্ন প্রমাণ পাওয়া গিয়েছে। এমনকী একসময় বিজেপিতেও যোগ দিতে চেয়েছিল ওই ব্যক্তি। তবে স্থানীয় বিজেপি নেতৃত্ব তাকে দলে নিতে রাজি ছিলেন হয় নি।
ধৃত প্রতাপ প্রথম থেকে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। প্রথমদিকে হিন্দু সংহতি মঞ্চের সঙ্গে যুক্ত ছিল।
পরে ম্যাঙ্গালুরু একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিল। কর্ণাটকের পুলিশের চার্জশিট অনুযায়ী, ২০১৫ সালে কালবর্গি হত্যার আগে ম্যাঙ্গালুরুতে রবার বাগিচায় তিন দিনের প্রশিক্ষণ নিয়েছিল অভিযুক্তরা। গণেশ মিশকিন বা প্রবীণ প্রকাশ চতুরের মতো অভিযুক্তদের বয়ান অনুযায়ী, ওই প্রশিক্ষণ শিবিরে অভিযুক্তদের আগ্নেয়াস্ত্রের ব্যবহার শেখানো হয়েছিল। শিখিয়েছিলেন কয়েকজন প্রশিক্ষক। তাদের মধ্যেই উস্তির এই প্রতাপ হাজরা অন্যতম বলে দাবি পুলিশের।
ধৃত প্রতাপ প্রথম থেকে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। প্রথমদিকে হিন্দু সংহতি মঞ্চের সঙ্গে যুক্ত ছিল।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন