রাজ্য সরকার বিভিন্ন দফতরে কর্মরত অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক ভাতা বেশকিছুটা বৃদ্ধি হল। অর্থ দফতর থেকে এই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শুধু স্থায়ী রাজ্য সরকারী কর্মচারী নয়, অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বাড়ল সরকারী সুযোগ সুবিধা। কর্মচারীদের অনেক দিনের দাবি মেনে নিল রাজ্য সরকার। অস্থায়ী ও চুক্তির মাধ্যমে নিযুক্ত কর্মচারীদের জন্য এককালীন ভাতার পরিমাণ অনেকটাই বাড়ান হল।
একলাফে বাড়তে চলেছে অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারীদের ভাতা।
এককালীন ভাতার পরিমাণ দেড় লক্ষ থেকে বাড়িয়ে ২ লক্ষ করল রাজ্য সরকার। অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের ৬০ বছর হলে এবার থেকে তারা ২ লক্ষ টাকা পাবেন। আর ৬০ বছরের মধ্যে কোনও কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারের হাতে ওই দু-লক্ষ টাকা তুলে দেওয়া হবে। এই মর্মে নয়া নির্দেশিকা জারি করেছে নবান্ন।
একলাফে বাড়তে চলেছে অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারীদের ভাতা।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন