ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। এই ঘটনা ঘটেছে বীরভূমের ইলামবাজার থানার জগদলপুর গ্রামে।
রাতভর চললো ব্যাপক বোমাবাজি, চললো গুলি। তৃণমূলের বুথকমিটি নির্বাচন ঘিরে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। রাতভর মুহুর্মুহু বোমাবাজি ও গুলি শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। এখনও গ্রামে পড়ে রয়েছে তাজা বোমা, গুলির খোল।
গ্রামের তৃনমূল বুথ সভাপতি মানোয়ার সেখ এর বাড়িতেও বোমাবাজি ঘটনা ঘটে। চালানো হয় গুলি। তার বাড়িও ভাঙচুর ও করা হয়েছে বলে অভিযোগ। খোদাবক্স শেখ ও নাজির শেখ গোষ্ঠীর সঙ্গে মানোয়ারা শেখ গোষ্ঠীর দ্বন্দ্বেই এই ঘটনা বলে অনুমান। সম্প্রতি বুথ কমিটি নির্বাচন ঘিরে সংঘর্ষ হয় এই দুই গোষ্ঠীর মধ্যে। আহত হয় বেশ কয়েকজন। গতকাল রাত্রে বহিরাগত লোকজন এনে খোদাবক্স ও নাজির সেখ গ্রামে হামলা চালায় বলে অভিযোগ। রাত থেকেই ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন