আপার প্রাইমারিতে নিয়োগ জট কি আগামী কাল কাটতে পারে? এমন প্রশ্ন নিয়ে সকাল থেকে বেস চর্চা চলছে হবু শিক্ষকদের মধ্যে।
আদালতের নির্দেশে মেধাতালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন।
আর এর পর থেকে নিয়োগ নিয়ে বিতর্ক আরও বাড়ে। আর এই আপারের নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হবার কথা চলতি মাসের ২১ তারিখ।
নিয়োগ নিয়ে কমিশন উদ্যোগী। এই কথা আগেই আদালতে জানিয়েছে কমিশন। কিন্তু নিয়োগে উদ্যোগী বললেই তো আদালত নিয়োগের অনুমতি দিতে পারে না। আদালতে কমিশনকে প্রমাণ করতে হবে তাদের প্রকাশিত মেধাতালিকা স্বচ্ছ এবং সঠিক।
আদালত সূত্রে যে খবর পাওয়া গিয়েছে, তাতে কমিশন বিরুদ্ধে অভিযোগ আছে, কমিশন কারণ ছাড়াই অনেক পরীক্ষার্থীর টেটের নাম্বার বাড়িয়ে দিয়েছে এবং রেসিও মানা হয় নি।
সূত্রের খবর, কমিশন আদালতে আগামী কাল টেটের নাম্বার বাড়ার কারণ জানাতে পারে। এবং সেই সাথে নিয়োগ নিয়ে তারা কি ছাইছে সেটাও আদালতে জানাতে চাইবে কমিশন।
যদিও কমিশনের যুক্তি আদালতে গ্রহণযোগ্য হয় কিনা সেটাই দেখার। যদি কমিশন টেটের নাম্বার বাড়ার কারণ আদালতে সঠিক ভাবে জানাতে পারে, তাহলে নিয়োগ জটিলতা কাটার সম্ভাবনা থাকবে। আর তা নাহলে এই নিয়োগ জট কবে কাটবে তা বলা বেশ কঠিন।
আদালতের নির্দেশে মেধাতালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন।
নিয়োগ নিয়ে কমিশন উদ্যোগী। এই কথা আগেই আদালতে জানিয়েছে কমিশন। কিন্তু নিয়োগে উদ্যোগী বললেই তো আদালত নিয়োগের অনুমতি দিতে পারে না। আদালতে কমিশনকে প্রমাণ করতে হবে তাদের প্রকাশিত মেধাতালিকা স্বচ্ছ এবং সঠিক।
Loading...
সূত্রের খবর, কমিশন আদালতে আগামী কাল টেটের নাম্বার বাড়ার কারণ জানাতে পারে। এবং সেই সাথে নিয়োগ নিয়ে তারা কি ছাইছে সেটাও আদালতে জানাতে চাইবে কমিশন।
যদিও কমিশনের যুক্তি আদালতে গ্রহণযোগ্য হয় কিনা সেটাই দেখার। যদি কমিশন টেটের নাম্বার বাড়ার কারণ আদালতে সঠিক ভাবে জানাতে পারে, তাহলে নিয়োগ জটিলতা কাটার সম্ভাবনা থাকবে। আর তা নাহলে এই নিয়োগ জট কবে কাটবে তা বলা বেশ কঠিন।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন