রাজ্যের হবু শিক্ষকদের জন্য ভাল খবর। এবার হতে চলেছে শিক্ষক নিয়োগের পরীক্ষা। সামনে আছে পুরসভার নির্বাচন। আর সেই নির্বাচন মিটলেই দামামা বাজতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট-এর। স্কুলশিক্ষা দফতর সূত্রে খবর, দ্রুত এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
নিয়োগ প্রক্রিয়াও পুজোর আগেই শেষ করে ফেলার চেষ্টা চলছে। সূত্রের খবর, ১৫ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ হতে পারে। এ বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগ করার উদ্যোগ নিচ্ছে শিক্ষা দফতর। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়ে দেওয়া হবে। কয়েক হাজার শূন্যপদে টেটের মাধ্যমে এই নিয়োগ হবে।
প্রাথমিক শিক্ষক নিয়োগের শেষ পরীক্ষা হয়েছিল ২০১৫ সালে। ফলপ্রকাশ হয়েছিল ২০১৬ সালে। তারপর বিভিন্ন মামলায় জর্জরিত হতে হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা রাজ্য সরকারকে। যদিও, নিয়োগ শেষ করতে সমর্থ হয় রাজ্য সরকার তথা পর্ষদ।
নিয়োগ শেষ হতে জানা যায়, মোট সংখ্যাটা প্রায় ৩৫ হাজার। এরপর ২০১৭ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। কয়েক লক্ষ আবেদনও জমা পড়ে। কিন্তু সেই পরীক্ষা আর হয়নি। শূন্যপদ নিয়ে জটিলতার কারণেই পরীক্ষা থমকে যায় বলে সেবার জানা গিয়েছিল। সেই পরীক্ষা এবার দিনের আলোর মুখ দেখতে চলেছে।
প্রাথমিক শিক্ষক নিয়োগের শেষ পরীক্ষা হয়েছিল ২০১৫ সালে। ফলপ্রকাশ হয়েছিল ২০১৬ সালে। তারপর বিভিন্ন মামলায় জর্জরিত হতে হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা রাজ্য সরকারকে। যদিও, নিয়োগ শেষ করতে সমর্থ হয় রাজ্য সরকার তথা পর্ষদ।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন