রাজ্যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে অবশেষে রাজ্যের অবস্থান স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। প্রক্রিয়া শুরুর পাশাপাশি খুব দ্রুত রাজ্যে কয়েক হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
পুরসভা নির্বাচনের পরে প্রাথমিকের টেট নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন 'প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দ্রুত রাজ্যে কয়েক হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে।'
২০১৭-তে বিজ্ঞপ্তি দেওয়ার পর কয়েক লক্ষ প্রার্থী ইতিমধ্যেই টেট দেওয়ার আবেদন করেছেন। এক্ষেত্রে আবারও টেট দেওয়ার জন্য রেজিস্ট্রেশনের পোর্টাল চালু করা হবে বলেই স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে।
ইতিমধ্যেই প্রাথমিকের টেট নেওয়ার প্রস্তুতিও চূড়ান্ত করে ফেলেছে স্কুল শিক্ষা দফতর। এর আগে রাজ্যে দুই দফায় প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে। যদিও নিয়োগ নিয়ে বহু অনিয়মের অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা।
Loading...
ইতিমধ্যেই প্রাথমিকের টেট নেওয়ার প্রস্তুতিও চূড়ান্ত করে ফেলেছে স্কুল শিক্ষা দফতর। এর আগে রাজ্যে দুই দফায় প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে। যদিও নিয়োগ নিয়ে বহু অনিয়মের অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন