এবারে শিক্ষাখাতে ৯৯ হাজার কোটি টাকা বরাদ্দ করেতে চলেছে মোদী সরকার। এর সঙ্গে দক্ষতা উন্নয়ন খাতে তিন হাজার কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করলেন নির্মলা সীতারমন।
সদ্য পাস করা ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের শহুরে স্থানীয় সংস্থার মাধ্যমে এক বছরের জন্য ইন্টার্নসিপের সুযোগ করে দেওয়ার কথা ভাবছে সরকার। এরফলে একদিকে যেমন শহরের লোকাল সংস্থাগুলির সার্বিক উন্নয়ন হবে। এর পাশাপাশি সদ্য পাস করা ইঞ্জিনিয়ারিং ছাত্র-ছাত্রীদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা লাভে সাহায্য করবে এই ইন্টার্নসিপ।
এদিন সংসদে সাধারণ বাজেটে পেশ করলেন অর্থমন্ত্রী। বাজেটে শিক্ষাখাতে ঘোষণা করার সময় তিনি জানান, ২০৩০ সালের মধ্যে কর্মক্ষেত্রে উপযোগী এমন জনসংখ্যার দিক থেকে ভারত বিশ্বে সবথেকে বড় হয়ে উঠবে। শুধুমাত্র তাঁদের দরকার শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান।
পাশাপাশি বাজেটে নতুন শিক্ষানীতি ঘোষণার কথা বলেন তিনি। তিনি বলেন, "নতুন শিক্ষানীতির ক্ষেত্র ২ লাখে বেশি উপদেশ এসেছে। খুব শীঘ্রই নতুন শিক্ষানীতি ঘোষণা করা হবে। দেশের শিক্ষার মান উন্নয়নের জন্য উপযুক্ত প্রশিক্ষিত শিক্ষক দরকার। তাই বেতনের পরিমাণ বাড়িয়ে প্রশিক্ষিত শিক্ষক নিয়োগের জন্য শিক্ষাখাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সহ বেসরকারি বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করা দরকার আছে। শিক্ষাক্ষেত্রে সাধারণ বিভাগ, প্রযুক্তি ও বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য কর্মক্ষেত্রের সুযোগ বৃদ্ধির প্রয়োজন।"
এদিন সংসদে সাধারণ বাজেটে পেশ করলেন অর্থমন্ত্রী। বাজেটে শিক্ষাখাতে ঘোষণা করার সময় তিনি জানান, ২০৩০ সালের মধ্যে কর্মক্ষেত্রে উপযোগী এমন জনসংখ্যার দিক থেকে ভারত বিশ্বে সবথেকে বড় হয়ে উঠবে। শুধুমাত্র তাঁদের দরকার শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন