ফের একবার আইনি জালে জড়িয়ে গেল শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। সম্প্রতি সুপ্রিম কোর্ট এক রায়ে পরিষ্কার জানিয়ে ছিল,মাদ্রাসার শিক্ষক নিয়োগ ক্ষমতা থাকবে মাদ্রাসা সার্ভিস কমিশনের হাতে। কিন্তু সেই রায় কে কেন্দ্র করে ফের বিতর্ক দেখা দিয়েছে।
গত শুক্রবার প্রধান বিচারপতি বেঞ্চ এক নোটিশ জারি করে সব পক্ষের কাছে জবাব তলব করেছে।
মামলাকারীদের পক্ষে গত শুক্রবার এক মামলায় ফের প্রশ্ন তোলা হয় ১৫ জনকে নিয়ে যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন গঠিত হয়েছে, সেখানে কিছু ত্রুটি রয়েছে। সেখানে মাদ্রাসার কোনও প্রতিনিধি নেই।
সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হলে সংশ্লিষ্ট সম্প্রদায়ের প্রতিনিধি থাকা প্রয়োজন। ফলে এই সমস্ত একাধিক বিষয় নিয়ে দেশের সর্বোচ্চ আদালত ফের একবার শুনানির জন্য নোটিশ জারি করে সংশ্লিষ্ট সব পক্ষের জবাব তলব করেছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। এর ফলে আগের যে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই রায় নিয়েও ফের একবার পুনর্বিবেচনা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
শীর্ষ আদালত মাদ্রাসা নিয়ে রায় দেবার পরেই শিক্ষক নিয়োগের জট কাটল বলে মনে করেছিলেন হবু শিক্ষকদের অনেকেই। পরীক্ষার্থীদের অনেকে মনে করেছিলেন, মামলার কারণে মাদ্রাসাতে দীর্ঘ দিন শিক্ষক সহ সমস্ত নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তা এবার কাটতে চলেছে। কিন্তু ফের আদালতের নয়া নির্দেশিকার পরে শিক্ষক নিয়োগের সম্ভাবনা যে ধাক্কা খেল তা আর বলার অপেক্ষা রাখে না।
গত শুক্রবার প্রধান বিচারপতি বেঞ্চ এক নোটিশ জারি করে সব পক্ষের কাছে জবাব তলব করেছে।
Loading...
শীর্ষ আদালত মাদ্রাসা নিয়ে রায় দেবার পরেই শিক্ষক নিয়োগের জট কাটল বলে মনে করেছিলেন হবু শিক্ষকদের অনেকেই। পরীক্ষার্থীদের অনেকে মনে করেছিলেন, মামলার কারণে মাদ্রাসাতে দীর্ঘ দিন শিক্ষক সহ সমস্ত নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তা এবার কাটতে চলেছে। কিন্তু ফের আদালতের নয়া নির্দেশিকার পরে শিক্ষক নিয়োগের সম্ভাবনা যে ধাক্কা খেল তা আর বলার অপেক্ষা রাখে না।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন