প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে রাজ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কোনও সুপারভাইজার নিয়োগ হয়নি। এবার তাই প্রায় তিন হাজার সুপারভাইজার নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। শুধু মহিলারাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সুপারভাইজারের কাজ করতে পারেন।
এখন দুই হাজারের কম সুপারভাইজার আছেন। এই প্রথম পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে। ফলে এবার সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আসবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।
পিএসসি গত সেপ্টেম্বর মাসে নিয়োগের প্রাথমিক লিখিত পরীক্ষা নিয়েছে। প্রাথমিক পরীক্ষায় সফল প্রার্থীদের তালিকা আগামী মার্চ মাসে প্রকাশ করা হতে পারে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। তারপর এপ্রিল মাসে চূড়ান্ত লিখিত পরীক্ষা নেওয়া হবে।
লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের ইন্টারভিউ নিয়ে সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। সরকারের নতুন নীতি অনুযায়ী ৫০ শতাংশ পদে সুপারভাইজার নিয়োগ করা হবে নতুন প্রার্থীদের থেকে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মহিলা কর্মীদের মধ্যে থেকে বাকি ৫০ শতাংশ সুপারভাইজার নিয়োগ করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকে নিয়োগ প্রক্রিয়াও হবে পিএসসি-র মাধ্যমে। অঙ্গনওয়াড়ি কর্মীদের অবশ্য প্রাথমিক লিখিত পরীক্ষা দিতে হয়নি। তাঁরাও লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে সুপারভাইজার পদে পদোন্নতির সুযোগ পাবেন।
পিএসসি গত সেপ্টেম্বর মাসে নিয়োগের প্রাথমিক লিখিত পরীক্ষা নিয়েছে। প্রাথমিক পরীক্ষায় সফল প্রার্থীদের তালিকা আগামী মার্চ মাসে প্রকাশ করা হতে পারে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। তারপর এপ্রিল মাসে চূড়ান্ত লিখিত পরীক্ষা নেওয়া হবে।
Loading...
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন